
দুধ সেমাই
উপকরণ:
১. দুধ ১ লিটার
২. সেমাই ১ কাপ
৩. চিনির সিরা ১ কাপ
৪. ঘি ১ টেবিল-চামচ
৫. বাদামকুচি ১ টেবিল-চামচ
৬. কিশমিশ ১ টেবিল-চামচ
প্রণালী : সেমাই ঘি দিয়ে ভেজে নিতে হবে। দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিয়ে সেমাই ও চিনি দিন। সেমাইয়ে দুধ মিশে গেলে বাদামকুচি ও কিশমিশ দিন।
No comments:
Post a Comment