এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে -
শিক্ষকঃ আচ্ছা ছোটন বলতো দেখি বাংলাদেশের কাকের সংখ্যা কত?
ছাত্রঃ কেন স্যার ৯৯,৯৯,৯৯,৯৯৯টি!
শিক্ষকঃ তুমি কি সিওর?
ছাত্রঃ হ্যাঁ স্যার! যদি গণনায় এর থেকে কম হয় তাহলে মনে করবেন বাংলাদেশ থেকে কিছু কাক বিদেশে বেড়াতে গেছে। আর যদি বেশি হয় তাহলে মনে করবেন বিদেশ থেকে কিছু কাক এ দেশে বেড়াতে এসেছে।
শিক্ষকঃ তুমি আসলেই ব্রিলিয়েন্ট!
No comments:
Post a Comment