শহীদ সাহেবের ছোটো ছেলে খোকন একটা ফাউন্টেন পেন গিলে ফেলেছে। কী মুশকিল ! ছেলেকে নিয়ে শহীদ সাহেব ছুটলেন ডাক্তারের কাছে, ‘ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমার ছেলে আমার ফাউন্টেন পেনটা পুরোটাই গিলে ফেলেছে।’
ডাক্তার : তবে আর কী করবেন, আপাতত পেন্সিল দিয়েই কাজ চালাতে থাকুন।
No comments:
Post a Comment